২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৪৫:০৩ অপরাহ্ন
ঈদের ছুটি শেষে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
ঈদের ছুটি শেষে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন ছুটির পর আজ সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে। স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 


মইনুল ইসলাম জানান, গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ ছিল সোনা মসজিদ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি ও পণ্য ওঠা-নামার কাজ শুরু হয়েছে। 


তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের জন্য সোনা মসজিদ ইমিগ্রেশন স্বাভাবিক ছিল বলে জানান প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার।


শেয়ার করুন