২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৪২:০১ পূর্বাহ্ন
আদার তেলেই বন্ধ হবে চুল পড়া, যেভাবে তৈরি করবেন
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
আদার তেলেই বন্ধ হবে চুল পড়া, যেভাবে তৈরি করবেন

বাজারে প্রচলিত যত তেল, সবই মাথায় মেখে ফেলেছেন। এমনকি ঘরোয়া যত পদ্ধতি ছিল তার সব কিছু করেও চুল পড়া কমেনি। আচ্ছা চুল পড়া রোধে কখনো কি আদার তেল ব্যবহার করেছেন। আদায় থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস চুলের যত্নে অনন্য। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে বাড়ে চুলের বৃদ্ধি। এছাড়া চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করতেও আদার জুড়ি নেই। মাথার ত্বকে থাকা জীবাণু ধ্বংস করে খুশকি দূর করে আদা। আসুন জেনে নেই চুলের যত্নে যেভাবে ব্যবহার করা হয় আদার তেল।


১) রক্ত সঞ্চালন ভালো হয়


‘বায়োক্যাটালিসিস অ্যান্ড এগ্রিকালচারাল বায়োটেকনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদা দিয়ে তৈরি এই তেলটি মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। যে কারণে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছায়। যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক।


২) প্রদাহনাশ করতে সাহায্য করে


নতুন চুল গজানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে প্রদাহ। আদার তেল মাথার ত্বকে প্রদাহ নিরাময়ে সাহায্য করে। ‘ফার্মানিউট্রিশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।


৩) অ্যান্টিঅক্সিডেন্টের উৎস


অক্সিডেন্ট শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না। এই তথ্য প্রকাশিত হয়েছে ‘অ্যান্টিঅক্সিড্যান্টস’ জার্নালে। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করা— সবেতেই কাজে লাগে আদার তেল।


মাথায় ‘জিঞ্জার অয়েল’ মাখবেন কীভাবে?


ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। তার মধ্যে কয়েক ফোঁটা জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার মাথার ত্বকে এই তেল মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে নিন। হাতের কাছে ‘জিঞ্জার এসেনশিয়াল অয়েল’ না থাকলে নারকেল তেলের মধ্যে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে জিঞ্জার অয়েল।


শেয়ার করুন