২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০৫:১৩ অপরাহ্ন
সাকিবের বিদায়ের পর শান্তর প্রথম ফিফটি
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২২
সাকিবের বিদায়ের পর শান্তর প্রথম ফিফটি

প্লাওয়ার প্লের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপে পিষ্ট না হয়ে দারুণ ব্যাট করে যাচ্ছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।  অর্ধশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ইতোমধ্যে।

একপ্রান্ত ধরে রেখে দলীয় সংগ্রহ বাড়িয়ে নিচ্ছেন তিনি।  কিন্তু অপর প্রান্তে কেউ থিতু হতে পারছেন না।  ওপেনার সৌম্য সরকারের পর ফিরেছেন লিটন দাস। এরপর অধিনায়ক সাকিবও টিকলেন না বেশি সময়।

লিটনের ফেরার পর শান্তর সঙ্গে ভালোই খেলে যাচ্ছিলেন সাকিব।

উইকেটের আশায় শেষ চেষ্টা হিসেবে ১৩ তম ওভারে শন উইলিয়ামসকে আক্রমণে আনলেন ক্রইগ আরভিন। সাকিব আল হাসানকে ফিরিয়ে জুটি ভাঙলেন বাঁহাতি স্পিনারই।

স্লগ করে উইলিয়ামসকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। টাইমিং করতে পারেননি। বেশ উঁচুতে ওঠে যাওয়া ক্যাচ নেন ব্লেসিং মুজারাবানি। ভাঙে ৪৪ বলে গড়া ৫৪ রানের জুটি।

২০ বলে এক চারে সাকিব করেন ২৩। ক্রিজে নতুন ব্যাটার আফিফ হোসেন। 

পরের ওভারেই সিকান্দার রাজার বল মিডউইকেটে ঠেলে দিয়ে এক রান নিলেন শান্ত।  টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ পেলেন শান্ত।

খেলার এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।  ওপেনার নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৫০ বলে ৬৩ রান করে। ৮ বলে ১১ রানে অপরাজিত আফিফ।

শেয়ার করুন