সবকিছু ঠিক থাকলে আগামীকাল বেলা দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর।
বিপিএলে প্রথমবার খেলতে শুক্রবার ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদি।
তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানের এ সময়ের তারকা পেস বোলার শাহিন।
অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়া পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি আজ এসেছেন চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে।
তিনি এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে।
চট্টগ্রাম কিংসের মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করতে রোববার ঢাকায় পা রেখেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
দুদিন আগে ঢাকায় এসে নিজের শ্বশুর সম্পর্কে শাহিন আফ্রিদি বলেছেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’