০১ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৫:০৮:৩৪ অপরাহ্ন
সচিবালয়ে প্রবেশে দুইশ’ সাংবাদিক পাবেন অস্থায়ী পাস
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
সচিবালয়ে প্রবেশে দুইশ’ সাংবাদিক পাবেন অস্থায়ী পাস

সচিবালয়ে প্রবেশের জন্য সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকেরা। এ ক্ষেত্রে দুইশ’ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার বলেন, ‘সোমবার থেকে সচিবালয়ে ২শ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। এর মধ্যে ১৬০ জন সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য। বাকি ৪০ জন টেলিভিশনের ক্যামেরাপারসন।’


এর আগে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা। ওই বৈঠকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে বিএসআরএফ—এর সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি করেন বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়। এ দাবির প্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।


উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এ ছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা আছে সরকারের।


উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতের আগুনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। ৭ নম্বর ভবনের এসব ফ্লোরে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের আংশিক কার্যালয় এবং একটি বিভাগের পুরো কার্যালয়ের অবকাঠামোর সঙ্গে সব নথিপত্রও পুড়ে গেছে। 


শেয়ার করুন