০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ০৪:১৩:১২ পূর্বাহ্ন
রাজশাহীতে হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল এপিবিএন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৪
রাজশাহীতে হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল এপিবিএন

হারানো মোবাইল ফোন উদ্ধার করে রাজশাহী বিভাগে সাড়া ফেলেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৪(এপিবিএন) অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজ) শহীদ আবু সরোয়ার। এখন পর্যন্ত এপিবিএন-৪ এর সাইবার ক্রাইম ইউনিট শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছেন এবং আরও শতাধিক অনুরোধ রয়েছে শাখাটির কাছে। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি মাত্র ১৭ দিন পরে ফেরত পেয়ে বেশ আনন্দিত ভুক্তভোগী পারভেজ রায়হান ।


সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এপিবিএন-৪ রাজশাহী বিমানবন্দর কার্যালয়ের অফিস কক্ষে প্রকৃত মালিক পারভেজ রায়হানের হাতে তার হারিয়ে হওয়া মোবাইল ফোনটি তুলে দেন বিমানবন্দর ক্যাম্প কমান্ডার হোসনেআরা বেগমের নেতৃত্বে এএসআই মজিবুর রহমান।


ক্যাম্প কমান্ডার হোসনেআরা বেগমের কাছ থেকে এমন সেবা পেয়ে উচ্ছ্বসিত ভুক্তভোগী পারভেজ রায়হান। ভুক্তভোগী অটোচালক পারভেজ রায়হান বলেন, আমার ফোনটি রাজশাহী লক্ষীপুর থেকে অটোচালানোর সময় হারিয়ে যায়। আমি একটি সাধারণ ডায়েরি করি। পরে ক্যাম্প কমান্ডার হোসনেআরা বেগমের সাথে যোগাযোগ করলে আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখেন। এরপর মাত্র ১৭ দিনের মধ্যে আমার ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দেন তিনি। ভাবিনি এত দ্রুত ফোনটা ফিরে পাব। ওনার কাছে আমি কৃতজ্ঞ।


তিনি আরও বলেন, হারানো মোবাইল উদ্ধারের বিষয়ে থানায় গেলে তেমন সাড়া পাওয়া যায় না। কেউ কেউ আবার উদ্ধার বাবদ খরচ দাবি করেন। কিন্তু এপিবিএন এ ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ক্যাম্প কমান্ডার হোসনেআরা বেগম জানান, গত ১৩ ডিসেম্বরে একটি সাধারণ ডায়েরী নিয়ে অটোচলক পারভেজ আমার সাথে কথা বললে আমি সদর দপ্তরে জানাই। এপিবিএন-৪ অধিনায়ক শহীদ আবু সরোয়ার স্যারের সহযোগিতায় মাত্র ১৭ দিনে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়া পুলিশি সেবা নিতে যে কোন বিষয়ে এপিবিএন-৪ এর দরজা সব সময় খোলা আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন