০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ১১:৩০:৪৫ পূর্বাহ্ন
প্রথম নারী ডিসি পেলো কুষ্টিয়া
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
প্রথম নারী ডিসি পেলো কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার প্রথম নারী ডিসি হিসাবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি। রাষ্ট্রপতির আদেশে গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশ পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


জেলার বর্তমান ডিসি তৌফিকুর রহমানকে মাত্র দুই মাসের মাথায় বদলীপূর্বক নারায়ণগঞ্জ জেলার ডিসি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব পদে কর্মরত (উপ-সচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি পদে পদায়ন করা হয়। 


জানা যায়, ভারত উপমহাদেশ বিভক্তির আগে কুষ্টিয়া ছিল নদীয়া জেলার আওতাধীন একটি মহকুমা। ১৯৪৭ সালে কুষ্টিয়া জেলার অভ্যুদয়ের পর এই জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল। পরবর্তীতে দেশের প্রতিটি মহকুমাকে জেলাকে রূপান্তরিত করা হয়। দেশ স্বাধীনের পরবর্তী সময়ে কুষ্টিয়ায় নারী ডিসি হিসাবে কেউ নিয়োগ পাননি। 


স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী ডিসি পদে নিয়োগ পেলেন শামীম আরা রিনি। পুরাতন ও ঐতিহ্যবাহী জেলায় একজন নারী ডিসি নিয়োগদানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী। তবে পুরাতন ও বৃহৎ এই জেলার নানামুখী সমস্যা মোকাবিলা ও প্রশাসনিক দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং। সরকারের মুখপাত্র হিসেবে দৃঢ়তার সাথে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি জনবান্ধব প্রশাসন গড়ে তুলবেন বলে দাবী সচেতন মহলের। খুব শীঘ্রই তিনি কুষ্টিয়ার ডিসি পদে যোগদান করবেন বলে জানা গেছে।


সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল আলম টুকু জানান, স্বাধীনতার আগে ও পরে কুষ্টিয়ায় নারী ডিসি নিয়োগ দেওয়া হয়নি। 


জেলায় পদায়নকৃত নারী ডিসিকে স্বগত জানিয়ে তিনি বলেন, নতুন ডিসি শামীম আরা রিনি জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি জানান। 


কুষ্টিয়ার বিদায়ী ডিসি মো. তৌফিকুর রহমান জানান, সরকারী চাকুরীতে বদলী খুব স্বাভাবিক বিষয়। বদলী আদেশে কুষ্টিয়া থেকে তাকে নারায়ণগঞ্জ জেলার ডিসি পদে বদলী করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


শেয়ার করুন