০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৪:৫২ পূর্বাহ্ন
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২২
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রকিবুল হোসেন জানান, শনিবার সকালে বৃদ্ধটি রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকা- চট্টগ্রামগামী সুবর্ণ আন্তঃনগর ট্রেনের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরনে একটি লুঙ্গি থাকলেও শরীরে কোনো কাপড় ছিল না। দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

শেয়ার করুন