বিশেষ অবদানের জন্য ‘কীর্তিমান পদক’ পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৩১ মে) দুপুরে নগর ভবনে এ উপলক্ষে প্রাপ্ত উত্তরীয়, সম্মাননা স্মারক ও সনদপত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন রাসিকের সচিব মো. মশিউর রহমান।
রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে রাজশাহী জেলায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে ১৬ গুণীজন ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে ‘কীর্তিমান পদক’ প্রদান করা হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সচিব মো. মশিউর রহমান পদকটি গ্রহণ করেছিলেন।