০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ০৫:২৩:৫৮ অপরাহ্ন
রাবি প্রশাসনকে ১৫ ঘন্টার আলটিমেটাম দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
রাবি প্রশাসনকে ১৫ ঘন্টার আলটিমেটাম দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে রাবি প্রাশসনকে ১৫ ঘন্টার আলটিমেটাম দেন।  এই সময়ের মধ্যে কোটা বাতিল না করলে অনির্দিষ্ট কালের জন্য প্রশাসন ভবনে তালা দেওয়া হবে।


বুধবার (১ জানুয়ারি ২৫) রাত ৮ টায়  পরিবহন মার্কেটে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে এই সংবাদ  সম্মেলনের (৮/১০) আয়োজন করা হয়।


উক্ত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের নেতারা তাদের লিখিত বক্তব্যে বলেন- আগামীকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ ঘন্টা সময় দেওয়া হলো এবং এর মধ্যে  যদি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল না করা হয় তাহলে আগামীকাল সকাল ১০ টা  হতে অনির্দিষ্ট কালের জন্য প্রশাসন ভবনে তালা দেওয়া হবে।


উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আমান উল্লাহ আমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী  মমিনুল হক, কামরুল হাসান সজীব প্রমুখ। 

শেয়ার করুন