০৬ জানুয়ারী ২০২৫, সোমবার, ০৫:১৮:৫৪ অপরাহ্ন
এবার বুমরাহর চোট, ভারতের অধিনায়ক কোহলি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৫
এবার বুমরাহর চোট, ভারতের অধিনায়ক কোহলি

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলছেন না চলমান সিডনি টেস্টে। এরই মধ্যে ভারত পেল এক দুঃসংবাদ। চোট নিয়ে মাঠ ছাড়তে হলো অধিনায়ক জাসপ্রিত বুমরাহকে। ফলে ভারতের অধিনায়ক এখন বনে গেছেন বিরাট কোহলি।  


ঘটনাটা ঘটেছে মধ্যাহ্ন বিরতির পর। একটা ওভার বল করেই বুমরাহ ছুটে যান কোহলির কাছে। সেখানে তার সঙ্গে কথা বলে তাকে ছুটতে দেখা যায় হাসপাতালে।


তবে ভারতের অধিনায়কত্বের চেয়েও বড় ভাবনা বোধ হয় বোলিং নিয়ে। চলতি সিরিজে বুমরাহ ৩২ উইকেট তুলে নিয়ে ভারতকে একাই সিরিজের লড়াইয়ে রেখেছেন। তার ছিটকে যাওয়া মানে বড় ভাবনা বোলিং বিভাগের নেতৃত্ব নিয়ে। 


তার প্রভাব অবশ্য প্রথম ইনিংসে পড়েনি। পরের ২০ ওভারের ভেতর অস্ট্রেলিয়ার বাকি ৫ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে পেয়ে গেছে ৪ রানের লিডও।


বুমরাহ কোন চোটের কারণে মাঠ ছেড়েছেন, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে তার পিঠের পুরোনো চোট আবারও ফিরে এসেছে। তার কারণটাও অমূলক নয়। চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে একাই কাধে তুলে নিয়েছিলেন ভারতের বোলিংয়ের জোয়াল, ভারতীয় সবার চেয়ে বেশি ওভার বল করেছেন তিনি। তার সঙ্গে নেতৃত্বের ভারটাও বুঝি নিতে পারেনি সে কাধ। 


এদিকে বুমরাহর অনুপস্থিতিতে দীর্ঘদিন পর আবারও অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে।  এই টেস্টে যদি বুমরাহ শেষমেশ না-ই ফিরতে পারেন, তাহলে শেষ পর্যন্ত কোহলিকেই সামলাতে হবে ভারতীয় দলকে।


শেয়ার করুন