২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৪৮:২০ অপরাহ্ন
সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপে পরিবহন কালে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।


শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সলঙ্গার জাকস্ এনজিওর সামনে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ ও তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার পিকআপ চালক মো. আরিফুল ইসলাম (৩৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার ছোট গুলগুলা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে ও হেলপার মো. লিটন মাসুদ রানা (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার রশিদুল ইসলামের ছেলে।


রোববার (১৫ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, সলঙ্গায় রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সলঙ্গার জাকস্ এনজিও সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।


এসময় অভিনব কায়দায় পিকআপের ড্রাইভারের ছিটের পেছনে ব্যাক ডালার নিচে সংরক্ষিত ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন