গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ফারহানের সঙ্গে। তাকে ফোনে পাওয়া না গেলও তার শারীরিক অবস্থার তথ্য দিয়েছেন অভিনেতার মামা মামুন। তিনি বলেন, ‘মুশফিক আর ফারহান ভালো আছে। শুটিং স্পটে নয়, বাসাতেই অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আইসিইউতে থাকা বা শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তার মূলত ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্যই আইসিইউতে নেওয়া হয়েছে।’
জানা গেছে, আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে।