অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হওয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকেও ছিটকে গেছে রোহিত শর্মার দল। এই অবস্থায় দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। তবে এসব সত্ত্বেও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরতে চেয়েও পারছে না রোহিত-কোহলিরা।
মূলত, সমস্যা দেখা দিয়েছে সিডনি টেস্ট আড়াই দিনে শেষ হওয়ায়। সময়ের আগে এই টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ায় দ্রুত দেশে ফেরার কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বিমানের টিকিট না পাওয়ায়। যে কারণে অস্ট্রেলিয়াতেই আটকা পড়ে আছে ভারতীয় দল।
তবে জানা গেছে, টিকিট ম্যানেজ করতে চেষ্টা চলছে। প্রয়োজনে সবাইকে একসঙ্গে দেশে ফেরানো না গেলে কয়েক ভাগে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে সমস্যা হলো- অস্ট্রেলিয়ায় প্রায় দুই মাসের সফর ও একের পর এক শহর বদলে হাঁপিয়ে উঠেছে ভারতীয় দল। যে কারণে সিরিজ শেষ হওয়ায় এখন দ্রুত দেশে ফিরতে চাচ্ছেন তারা। এ ব্যাপারে অবশ্য দলটির লজিস্টিকস ম্যানেজার জানিয়েছেন, দ্রুতই এই সমস্যা সমাধান করে দেশে ফিরিয়ে আনা হবে রোহিত-কোহলিদের।
তবে রোহিত-কোহলিরা অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও দেশে তাদের নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। ব্যাট হাতে রান না পাওয়ায় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের দাবি উঠেছে। সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে টানা ম্যাচ ও বেশি বোলিং করিয়ে চোটে ফেলানো নিয়েও হচ্ছে সমালোচনা। দাবি উঠেছে ব্যর্থ গৌতম গম্ভীরকে কোচিং পদ থেকে সরিয়ে দেওয়া নিয়েও।