১০ জানুয়ারী ২০২৫, শুক্রবার, ০৫:০৪:২৪ পূর্বাহ্ন
রাজশাহীতে ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নয়নে মতবিনিময় সভা
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৫
রাজশাহীতে ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নয়নে মতবিনিময় সভা

রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আরএমপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।


পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আরএমপিতে তথ্য ও সেবা কেন্দ্র চালু, চালক ও যানবাহনের মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা এবং সাহেব বাজার জিরো পয়েন্টে বিশেষ ট্রাফিক পরিকল্পনা উল্লেখযোগ্য। এছাড়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুল ভিজিটিং কর্মসূচি চালু করা হয়েছে।


সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত দেন। আলোচনায় বাস স্ট্যান্ড স্থানান্তর, সিসিটিভি স্থাপন, রোড ডিভাইডার নির্মাণ, হকারদের জন্য নির্ধারিত জায়গা, অটো রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ এবং ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালুর বিষয়গুলো উঠে আসে।


বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, নগরীর পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা অপরিহার্য। নগরবাসীর সহযোগিতায় রাজশাহী আরও উন্নত ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন