২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৫৬:৪০ অপরাহ্ন
বগুড়ায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
বগুড়ায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ম্যুরাল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। রোববার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগ রোববার বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে শোকসভার আয়োজন করে। সন্ধ্যার আগেই শোকসভা শেষে নেতাকর্মীরা চলে যায়। রাত সাড়ে ৮টার দিকে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলের আলামত সংগ্রহ করে।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, রোববার রাতে কে বা কারা বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক ও সন্দেহজনক। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে সেটা ককটেল কিনা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন