১১ জানুয়ারী ২০২৫, শনিবার, ০৪:০৫:০২ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। মেগা এই আসর সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আর এই অবস্থায় পাকিস্তানের বড় দুশ্চিন্তার কারণ ছিলেন দারুণ ছন্দে থাকা ওপেনার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে গোড়ালির চোটে পড়েন এই ব্যাটার। তাতে অনিশ্চয়তাই পড়ে যায় তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা।


তবে এখন আশার কথা, সাইমকে নিয়ে পাকিস্তান দলকে সুখবর দিয়েছে ব্রিটিশ চিকিৎসকরা। সাইম এখন উঠে দাঁড়াতে পারছেন। যা বার্তা দিচ্ছে সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দলেও দেখা যেতে পারে তাকে।


সাইমের চোট পর্যবেক্ষণ করছেন লন্ডনের ডাঃ ডেভিড রেডফার্ন। সাইমের ব্যাপারে আশাবাদী তিনি। তবে তার রিপোর্টগুলি আরও মূল্যায়নের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেলে পাঠানো হবে। এরপর পিসিবির মেডিকেল বোর্ড সাইমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


সাইম আইয়ুবের গোড়ালির পরীক্ষা করাতে তার সঙ্গে আছেন সহকারী কোচ আজহার মাহমুদ। তিনিও সাইমের উন্নতি নিয়ে আশার কথায় শুনিয়েছেন। বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা এবং কখন হতে পারে তা মেডিকেল প্যানেল নির্ধারণ করবে। পরীক্ষার রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে।’


সাইম অবশ্য চোটে পড়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলার পর ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি পেয়েছেন। এরপর টেস্ট খেলতে নেমে চোটে পড়েন এই ব্যাটার। যা এখন দুশ্চিন্তার কারণ পুরো পাকিস্তান দলের।


শেয়ার করুন