১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ১১:৩৬:২৭ পূর্বাহ্ন
অভিযোগ ওসির বিরুদ্ধে, প্রত্যাহার তিন এসআই!
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
অভিযোগ ওসির বিরুদ্ধে, প্রত্যাহার তিন এসআই!

গাজীপুরের কোনাবাড়ী থানায় এক ওষুধ ব্যবসায়ী নুরুল ইসলামকে ধরে নিয়ে অস্ত্র ও হত্যা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে ওসি নজরুল ইসলামের বিরুদ্ধে। অথচ এই ঘটনায় শাস্তি ভোগ করছেন ওই থানার তিন উপপরিদর্শক (এসআই)।


 বিভিন্ন গণমাধ্যমে নিউজটি প্রকাশিত হওয়ার পর গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার ড. নাজমুল করিম স্বাক্ষরিত আদেশে জিএমপি কোনাবাড়ি থানার তিন সাব ইন্সপেক্টর (এসআই) হানিফ, আবুল কাশেম ও উৎপলকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়। পাশাপাশি পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


ওসি নজরুল ইসলাম অভিযুক্ত হওয়ার ঘটনায় পুলিশের তিন এসআই শাস্তি পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপক আলোচিত ও সমালোচিত হচ্ছে।


ওষুধ ব্যবসায়ী নুরুল ইসলাম কোনাবাড়ী হাউজিং এলাকার হোসেন আলী মুন্সীর ছেলে। কোনাবাড়ী বাজার এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।


এ বিষয়ে খোদ অভিযোগকারী নুরুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে বলছেন আমাকে মামলার ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ওসির নাম করে নিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওসি নজরুল ইসলাম। 


উল্লেখ্য, ওষুধ ব্যবসায়ী নুরুল ইসলামকে গত ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাবাড়ীর ওষুধের দোকান থেকে পুলিশ থানায় নিয়ে যায়। পরে ৫ লাখ টাকা থেকে দেন-দরবারর করে ২ লাখ টাকায় বিষয়টি সুরাহা হয়। আত্মীয়-স্বজনদের কাছ থেকে ২ লাখ টাকা ধার-দেনা করে টাকা দেওয়ার পরও তাকে ছেড়ে না দিয়ে মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে পরদিন ৪ জানুয়ারি সকালে আদালতে পাঠানো হয়। ওই দিনই আদালত তাকে জামিন দেয়।


এই বিষয়ে প্রত্যাহার হওয়া এসআই আবুল কাশেম উৎপল ও হানিফ বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না। আশা করি তদন্ত রিপোর্টে সত্যটা বেরিয়ে আসবে।


সূত্রঃ যুগান্তার

শেয়ার করুন