১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৭:৩৩:৫৪ পূর্বাহ্ন
দাবানলে পুড়ছে হলিউড, পিছিয়ে গেল অস্কারসহ একাধিক অনুষ্ঠান
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
দাবানলে পুড়ছে হলিউড, পিছিয়ে গেল অস্কারসহ একাধিক অনুষ্ঠান

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। সর্বগ্রাসী আগুনে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসসহ বিভিন্ন এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 


চলচ্চিত্রবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছানো হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।


এদিকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছে, এখনও কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি।


প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারে অসম্ভব।


অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানিয়েছেন, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।’


২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-য়ের জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তা দুইদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। 


আর বিখ্যাত ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান করা হতো তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে পিছিয়েছে সান্টা মোনিকায় অনুষ্ঠিতব্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। চলতি মাসের ১২ তারিখ এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে। 


শেয়ার করুন