০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৪:৩৭ অপরাহ্ন
রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার (০১ জুন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ

আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর

উদ্যোগে সকাল ১০:০০ টায় প্রশাসনিক ভবনে ২১৭ নং কক্ষে ০১ (এক)

দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে

“ইঘছঋ(ইধহমষধফবংয ঘধঃরড়হধষ ছঁধষরভরপধঃরড়হং ঋৎধসবড়িৎশ) ধহফ ইঅঈ

(ইধহমষধফবংয অপপৎবফরঃধঃরড়হ ঈড়ঁহপরষ) ঝঃধহফধৎফ ভড়ৎ অপপৎবফরঃধঃরড়হ” শীর্ষক

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

থেকে বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

সেখ।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান। বিশেষ

অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম

হোসেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন

। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.

মোঃ ইমদাদুল হক , সিএফপিই বিভাগীয় প্রধান ড. মো. নূরুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী

তাসনুভা হুমায়রা। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন

নিয়োগপ্রাপ্ত ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন