১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০২:২৮:৩৯ অপরাহ্ন
চান্দিনায় অসহায় ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
চান্দিনায় অসহায় ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ

কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৭৫০ জন বিধবা, প্রতিবন্ধী, ভূমিহীন, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান জাহিন এর উদ্যোগে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব মো. তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম সোহেল।


কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ঢাকা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. শেখ ফরিদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মো. আল এমরান খাঁন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন কানন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. ফারুক আহমেদ খাঁন, সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মমিন, সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সহ-আইন সম্পাদক এড. আবদুর রহিম রনি, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-শ্রম সম্পাদক সালাউদ্দিন কাদের, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন