২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১১:১৭:০২ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৫
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। সবশেষ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় মারা যান গৃহবধূ সালমা বেগম (৩০)। এর আগে, বেলা ১১টায় মারা যায় তানজিলা আক্তার তিশা (১৭) এক কিশোরী। তারা দুজনেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান ঢাকা পোস্টকে বলেন, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও দগ্ধ হওয়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। এর আগে, বেলা ১১টার দিকে মারা যায় তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আসমার অবস্থা আশঙ্কাজনক। সে এখন লাইফ সাপোর্টে আছে। তার শরীর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালী পুড়ে গিয়েছে। তার ১১ বছরের মেয়ে মুনতাহা (৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনা শুধু আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে। সে ১৫ শতাংশ দগ্ধ ছিল।


এর আগে মারা যান—ইমাম উদ্দিন (এক মাস বয়সী শিশু), তাহেরা আক্তার (৫৫, নানি), হাসান গাজী (৪০, বাবা), জান্নাত (৪, শিশু কন্যা)।


নতুন করে মারা গেছেন—সালমা বেগম (৩০, হাসানের স্ত্রী) ও হাসানের ভাতিজি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)। সে তানজিল হোসেনের মেয়ে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার খন্দকার ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন।

এলাকাবাসীর দাবি, এই বিস্ফোরণ তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে। তাদের মতে, ঘটনার পরও ওই কক্ষের নিচ থেকে গ্যাস উঠতে দেখা গেছে, যা লিকেজের আলামত হতে পারে।

শেয়ার করুন