রাজশাহীর বাগমারায় ১,০১,৫০০/- টাকার জাল নোটসহ দুইজন জালনোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার (৯ এপ্রিল) বিকাল ৩টায় বাগমারা থানাধীন ভবানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাল নোট ব্যবসায়ীরা হলো-রাজশাহী জেলার বাগমারা থানাধীন সূর্য পাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আফজালের ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব ইসলাম (২১)।
রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপস তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারস্থ আলুপট্টির ভিতর কতিপয় ব্যক্তি জালনোট নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ১,০১,৫০০/- টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।