নির্বাচনী সংস্কারে সংসদে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঠেকানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন যাতে দুর্বৃত্তমুক্ত হয়, সংস্কারে তাও হাইলাইটস করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এক সেমিনারে এসব কথা বলেন বদিউল আলম। এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ‘কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক’ এ সেমিনার আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।
বদিউল আলম বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়। আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, যে জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহির আওতায় আনতে আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে।
কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’– স্লোগানে সেমিনারে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজন অংশ নেন। এতে আধুনিক কুমিল্লা সিটি করোপরেশন এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।