রাজশাহী নার্সিং কলেজে পরীক্ষায় ফেল করা ১৪ শিক্ষার্থী অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের তৃতীয় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষার ফলাফল গত ১৫ জানুয়ারি প্রকাশিত হয়। এতে ১২৫১ জন শিক্ষার্থীর মধ্যে পাসের হার ছিল ৭২.৫৮%, যেখানে রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেন।
ফলাফল ঘোষণার পর, ফেল করা শিক্ষার্থীরা অধ্যক্ষ ফয়েজুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে অপসারণের আল্টিমেটাম দেন।
ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের পক্ষে দাঁড়িয়ে ক্লাস চালুর দাবি জানান। দু’পক্ষের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
অধ্যক্ষ ফয়েজুর রহমান জানিয়েছেন, ফেল করা শিক্ষার্থীরা আলোচনার বদলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, আগামী ৪০ দিনের মধ্যে তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ১২৫১ জনের মধ্যে ৯০৮ জন পাস করেন। বিভিন্ন নার্সিং কলেজ থেকে ৩৪৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থীর বিক্ষোভ এই তালিকার অংশ হলেও শিক্ষা সংশ্লিষ্টরা এ ঘটনার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ঘটনা নার্সিং শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।