২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ১২:৫৭:১৭ পূর্বাহ্ন
অধ্যক্ষের অপসারণসহ ১২ দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
অধ্যক্ষের অপসারণসহ ১২ দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে বিক্ষোভ

রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ফয়েজুর রহমানের অপসারণসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে তারা কলেজের মূল ফটক, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ চালায়।


অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, এবং শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁর অপশাসনে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ আর্থিক তহবিলের অপব্যবহার, ছাত্রীদের গোপনীয়তা লঙ্ঘন, এবং নিয়মবহির্ভূত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যাহত করছেন।


বিক্ষোভকারীরা জানান, তাঁদের ১২ দফা দাবির মধ্যে অধ্যক্ষের অপসারণই প্রধান। এ ছাড়া মেয়েদের হোস্টেলে অনুমতি ছাড়াই প্রবেশ, সরকারি তহবিলের অপব্যবহার, শিক্ষার্থীদের হুমকি, এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগও রয়েছে।


অধ্যক্ষ ফয়েজুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি।”


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবি পূরণ না হলে, আমরা কঠোর আন্দোলনের পথে যাব।”

শেয়ার করুন