২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ১১:০৪:১১ অপরাহ্ন
‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কোনো তাড়া নেই’
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কোনো তাড়া নেই’

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে অংশ গ্রহণের সুযোগ পাওয়া ৮টি দল। তবে চূড়ান্ত দল ঘোষণার তারিখ ১১ ফেব্রুয়ারি। 


এব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য কোন তারিখ নির্ধারণ করা নেই, এই বিষয়ে কোন তাড়াহুড়াও নেই। তার কারণ চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমা ১১ ফেব্রুয়ারি।


তিনি জানিয়েছেন, মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দিকে নির্বাচকরা তাকিয়ে আছেন। তারা সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করবেন।


সেই কর্মকর্তা আরও জানান, সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার পর আমরা সায়েম আইয়ুবের ইনজুরির সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাব। তখন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।


শেয়ার করুন