১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:২৫:৩৪ পূর্বাহ্ন
ড. ইউনূস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন, সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
ড. ইউনূস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন, সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আগামীকাল রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজন হতে পারে। উপদেষ্টা পরিষদ ১৫ সদস্যের মতো হতে পারে। 

বুধবার সেনাসদরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন।


সেনাপ্রধান বলেন, কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে। উনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তিনি এই কাজটা (উপদেষ্টা) করতে অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব।

তিনি বলেন, আমি দেখছি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কার করছেন। আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায়।


তিনি বলেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি।


শেয়ার করুন