০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৩:৪৬:০৯ পূর্বাহ্ন
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৫
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক আগে ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, 'আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা ঘটবে না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে।' খবর বিবিসি এবং টিআরটি ওয়ার্ড।


সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প আরও জানান যে, গাজা চুক্তি 'প্রায় কাছাকাছি' চলে এসেছে। পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে দেখছে। 


সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায়, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে ইসরায়েল এখন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন।


শেয়ার করুন