০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৫৪:৩৮ অপরাহ্ন
আটঘরিয়ায় ৩০ জন দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও ভ্যান বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
আটঘরিয়ায় ৩০ জন দরিদ্র জেলেদের  মাঝে ছাগল ও ভ্যান বিতরণ

পাবনার আটঘরিয়ায় ২০২১-২০২২ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থা সৃষ্টির লক্ষ্য ৩০ জন দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও ভ্যান বিতরণ করা হয়েছে।  


সোমবার(২৭ শে জুন-২২) উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া ইউএনও মাকসুদা আক্তার মাসু। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও ভ্যান বিতরন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।  


বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান, 


আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান,  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, ওসি তদন্ত  নয়ন কুমার প্রমুখ।  


আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এউপজেলায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও ভ্যান বিতরন করা হয়েছে। এর মধ্যে ২২ জনকে জনপ্রতি ৪ টি ছগল ও ৮ জানকে ১ টি করে ভ্যান বিতরণ করা হয়েছে। 

শেয়ার করুন