২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ১০:৫৪:৩০ অপরাহ্ন
অনুমোদনহীন কারখানা থেকে ২ কোটি টাকার খাদ্য ও ওষুধ জব্দ
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
অনুমোদনহীন কারখানা থেকে ২ কোটি টাকার খাদ্য ও ওষুধ জব্দ

নাটোরে অনুমোদনহীন আলফা বায়ো টেকনোলজি বিডি লিমিটেড নামের এক কারখানা থেকে দুই কোটি টাকা মূল্যের মাছের খাদ্য ও ওষুধ জব্দ করেছে যৌথবাহিনী। 


মঙ্গলবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান চালায়। 


এ সময় বিদেশ থেকে অবৈধ ভাবে আমদানি করা ১৭ ধরনের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধ, মৎস্য খাদ্য ও মালামালে বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানায় মৎস্য বিভাগ। 


প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, গোপলগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের রিপন বিশ্বাস। বাড়ি ভাড়া নিয়ে মাছের ওষুধ বাজারজাত করছিলেন। 


নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, বিদেশ থেকে আমদানি করা এ মাছের ঔষধের কোন বৈধ কাগজপত্র নেই। এছাড়া আলফা বায়োটেকলজি নামের প্রতিষ্ঠানের সরকারি কোনো দপ্তরের অনুমতি নেই। এখান থেকে মাছের ওই ওষুধগুলো তাদের নিজের প্রতিষ্ঠানের নামে প্যাকেট করে বাজারজাত করা হতো। 


নাটোরের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, জব্দকৃত ঔষধ গুলো মানসম্মত কিনা নিশ্চিত করতে ১৭টি ওষুধের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। 


তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলে কারখানায় আসেননি তিনি। এই ঘটনায় ওষূধগুলো জব্দ করার পাশাপাশি মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 


শেয়ার করুন