২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩১:১২ অপরাহ্ন
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২২
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি। 

এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের।

তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর।

এদিকে গত মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তারা দুইজন একটি দ্বিপক্ষীয় আলোচনা করেন। 

পুতিনের সঙ্গে ইরানে দেখা করে আসার ১৫ দিন পরই ফের তার সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এরদোগানের সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই নেতা আঞ্চলিক সমস্যা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলবেন।

শেয়ার করুন