২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৭:৫১:০৪ অপরাহ্ন
ফিজদের তোপে বেশিদূর এগোতে পারল না চিটাগং
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
ফিজদের তোপে বেশিদূর এগোতে পারল না চিটাগং

আগের দেখায় ঢাকা ক্যাপিটালসের বোলারদের পাত্তাই দেয়নি চিটাগং কিংস। এবার মোস্তাফিজুর রহমানদের সামনে পাত্তা পায়নি। সিলেটে থিসারা পেরেরাদের উড়িয়ে দেওয়া চিটাগং অনেকটা মুখ ধুবড়ে পড়েছে চট্টগ্রামে। মোহাম্মদ মিথুনের দল জমা করতে পারেনি দেড়শ রানও।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান পর্যন্ত যেতে পারে চিটাগং। টস জিতে দারুণ শুরুর পর ঢাকার বোলারদের বিপক্ষে মিডলে ভুগেছে মিথুন ব্রিগেড। আসরে তৃতীয় জয় পেতে চিত্রনায়ক শাকিব খানের দলের প্রয়োজন ওভারপ্রতি ৭.৪০ করে রান।


এদিন ঢাকার হয়ে পেস দাপট দেখান মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। মাঝপথে বিপিএল খেলতে আসা মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন দুটি উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও। 


ঢাকার বোলারদের দিনে ব্যাট হাতে বড় স্ট্রাইক রেটে খেলতে ধুঁকেছে চিটাগংয়ের ব্যাটাররা। টেবিলের দুই নম্বরে থাকা দলটি অবশ্য ওপেনিংয়ে ভালো করেছিল। ৪০ রানের জুটির পর অবশ্য থমকে যায় দলের রান তোলার হার। ১৩ ওভার শেষে ৯১ রান করা চিটাগং তখন তিন টপঅর্ডার হারিয়ে ধুঁকছে। উইকেট থাকলেও পরের সাত ওভারে ৬০ রানের বেশি তুলতে পারেনি চিটাগং।


দলের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনিংয়ে নামা নাঈম ইসলাম। তিনি খেলেছেন ৪০ বল। ২৩ রান করেছেন আরেক ওপেনার জুবাইদ আকবারি। পরে বড় রান আনতে ব্যর্থ হন তিনে নামা গ্রাহাম ক্লার্ক (১৯), হুসেইন তালাত (২), শামিম হোসেন (১৫)। শেষদিকে দলের রান দেড়শ অবধি নিতে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিথুন।


শেয়ার করুন