২৭ জানুয়ারী ২০২৫, সোমবার, ১০:১৬:১১ পূর্বাহ্ন
সালাহর মাইলফলকের দিনে লিভারপুলের বড় জয়
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৫
সালাহর মাইলফলকের দিনে লিভারপুলের বড় জয়

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শীর্ষে আছে লিভারপুল। আর ওদিকে তাদের প্রতিপক্ষ ছিল অবনমন অঞ্চলের দল ইপসউইচ টাউন। সে লড়াইয়ে কোনো চমক দেখা যায়নি। লিভারপুল তাদের স্বাভাবিক আধিপত্য বজায় রেখে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে। লিভারপুলের এই জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো, আর একটি করে গোল করেছেন মোহামেদ সালাহ ও দমিনিক সোবোসলাই। 


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল। প্রথম মিনিট থেকে ইপসউইচের রক্ষণে চাপ তৈরি করতে থাকে তারা। ম্যাচের ১১ মিনিটে সোবোসলাইয়ের দুর্দান্ত শটে লিভারপুল এগিয়ে যায়। এরপর ৩৫ মিনিটে মোহামেদ সালাহ দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন, যা অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে তাঁর ১০০তম গোল। এটি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে সালাহর ১৯তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩তম। 


প্রথমার্ধ শেষ হওয়ার আগে গাকপো গোল করে লিভারপুলের জয় নিশ্চিতের ইঙ্গিত দেন। প্রথমার্ধেই ইপসউইচ তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে। মাত্র ২৭ শতাংশ বলের দখল নিয়ে কোনো শট নিতে না পারা ইপসউইচের জন্য প্রথমার্ধ ছিল একতরফা। 


দ্বিতীয়ার্ধেও লিভারপুলের দাপট অব্যাহত থাকে। ৬৬ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন গাকপো। ম্যাচের শেষ দিকে ইপসউইচ একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না তাদের জন্য।


এই জয়ে ২২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৩, যা তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। একই রাতে আর্সেনাল উলভসকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, নটিংহাম ফরেস্ট বোর্নমাউথের বিপক্ষে ৫-০ গোলের বড় পরাজয়ের পরও ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বোর্নমাউথের এই জয় তাদের ছয়ে তুলে এনেছে।


শেয়ার করুন