০২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০১:০৩:২২ পূর্বাহ্ন
রাণীনগরে প্রবাসী ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৫
রাণীনগরে প্রবাসী ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পারইল ইউনিয়নের কামতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কাউন্সিলে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে গোলাম আজমকে সভাপতি, আব্দুর মমিনকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।




কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। সভাপতিত্ব করেন পারইল ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক জুয়েল হোসেন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের রাণীনগর উপজেলা সভাপতি ও আমেরিকা বিএনপির হার্ডফিল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রইচ উদ্দীন, সাবেক সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলালসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নতুন কমিটির নেতারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন