দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নতুন বছরে নতুন সিনেমায় যুক্ত হলেন। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব, আর তার বিপরীতে রূপা চরিত্রে দেখা যাবে পরীমণিকে।
পরীমণি নিজেই ৩১ জানুয়ারি রাতে এই খবর নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালক সামছুল হুদা জানান, ইতোমধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পরীমণি। তিনি বলেন, ‘গোলাপ’ একটি অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এমন গল্পের সিনেমায় কাজ করা হয়নি। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে সে নাচবে, প্রেম করবে, এমনকি ফাইটও করবে! গল্পে প্রচুর টুইস্ট আছে। আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে, কারণ এখনকার দর্শক এমন সিনেমাই পছন্দ করেন।’
নায়ক নিরব জানান, ‘পরীমণি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত ও মেধাবী একজন অভিনেত্রী। তার অভিনয় ও সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। এতদিন একসঙ্গে কাজ করা হয়নি, এবার সেই সুযোগ এসেছে। আশা করছি, দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারবো।’
পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তির পর আলোচনায় এসেছে। এতে তাকে সুপ্তি চরিত্রে দেখা গেছে। এছাড়া গত ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ফেলুবক্সী’, যেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করে কলকাতার দর্শকদেরও নজর কেড়েছেন।
‘গোলাপ’ সিনেমাটি কীভাবে দর্শকদের মন জয় করে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।