০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৬:১০:১৮ অপরাহ্ন
নবীনগরে আগুনে পুড়লো ২ গুদাম
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৫
নবীনগরে আগুনে পুড়লো ২ গুদাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুইটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলা পৌর সদর বাজার সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।


প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়।


ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই দুইটি গুদামের সব মালামাল পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


 

মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের মালামাল ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, নদীতে পাইপ লাগিয়ে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কয়েকটি গুদাম পুড়ে গেছে। আশপাশে আরো দোকান ও ব্যাংক ছিল, সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভাতে সক্ষম হয়েছি। 


শেয়ার করুন