০৪ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০২:০৪:৪৯ পূর্বাহ্ন
রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২৫
রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

রাজশাহীতে বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।


জানা যায়, রাজশাহী নগরী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বিপরীতমুখী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত সাতজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন