২৫ মে ২০২৫, রবিবার, ০৯:১০:০৩ অপরাহ্ন
পুলিশ কর্মকর্তা রাজন কুমার সাময়িক বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৫
পুলিশ কর্মকর্তা রাজন কুমার সাময়িক বরখাস্ত

রাজশাহী র‍্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার ও ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


গত বৃহস্পতিবার (২২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।


 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু র‍্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহাকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।


সেহেতু, রাজন কুমার সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।


সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।


শেয়ার করুন