১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার, ১২:১১:০৮ পূর্বাহ্ন
সৌদিতেই থাকছেন রোনাল্ডো, জানা গেল কত বছরের চুক্তি
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৫
সৌদিতেই থাকছেন রোনাল্ডো, জানা গেল কত বছরের চুক্তি

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি শেষ পর্যায়ে ছিল। তিনি সেখানে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল বেশ। তবে সবকিছুর অবসান ঘটিয়ে তিনি থাকছেন সৌদি আরবেই। আল নাসরের সঙ্গে তিনি তার চুক্তি নবায়ন করতে চলেছেন। 


সৌদি ক্লাবের একজন কর্মকর্তা সোমবার এএফপিকে এই তথ্য জানান। ক্লাবের কর্মকর্তার মতে, ‘চুক্তির নবায়নের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে, তবে এখনো স্বাক্ষর হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’


গত সপ্তাহে ৪০ বছরে পা রেখেছেন রোনাল্ডো। আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাবেক তারকা রোনাল্ডো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দিয়েছিলেন এবং এরপর থেকে ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন।


সেই আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। নতুন চুক্তিতে তিনি ক্লাবটিতে থাকবেন আরও এক বছর। গত আগস্টে রোনাল্ডো বলেছিলেন যে তিনি তার পেশাদার ক্যারিয়ারের শেষ পর্যন্ত আল নাসরে থাকতে চান। সেটা কতদিন হতে পারে, তার জবাবে তিনি জানান, অন্তত দুই-তিন বছর। তিনি বলেন, ‘কিন্তু এটি (অবসর) সম্ভবত আল নাসরেই হবে, যেখানে আমি সুখী... এবং যেখানে আমি ভালো অনুভব করি।’


দুই বছর আগে ২৫০ মিলিয়ন ডলারের চুক্তিতে রিয়াদ-ভিত্তিক ক্লাবে যোগ দিয়ে অনেকেই ভেবেছিলেন রোনাল্ডো তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে চলে যাচ্ছেন। তার সৌদিতে পা রাখার পরেই অনেক তারকা খেলোয়াড় সৌদি প্রো লিগে যোগ দেন।


এরপর, সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। যা দেশের ক্রীড়া, পর্যটন ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়ার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অর্জন।


গত আগস্টে রোনাল্ডো তার ইউটিউব চ্যানেল চালু করলে মাত্র ৯০ মিনিটে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পান এবং ২৪ ঘণ্টায় ২০ মিলিয়ন ছাড়িয়ে যান। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৭৩.৫ মিলিয়ন।


প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো বিশ্বকাপ জিততে পারেননি তিনি। তবে এখনো অনেক রেকর্ড রোনাল্ডোর হাতছানি দিচ্ছে। পাঁচবারের ব্যালন ডি’অর এবং চ্যাম্পিয়নস লিগ বিজয়ী এই তারকা এখনো ১,০০০ পেশাদার গোলের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন। 


আল নাসরের হয়ে অবশ্য তিনি এখনো সৌদি বা এশিয়ান কোনো বড় ট্রফি জিততে পারেননি। ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপই হয়ে আছে তার একমাত্র অর্জন।


শেয়ার করুন