২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০১:৫২:৫৩ পূর্বাহ্ন
ভারতকে হারাতে মরিয়া জামাল
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৫
ভারতকে হারাতে মরিয়া জামাল

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আলোচিত ফুটবলার হামজা চৌধুরী।


ভারতের বিপক্ষে ম্যাচ এবং হামজার দলে অন্তর্ভুক্তি–সম্প্রতি দুটি বিষয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জামাল ভূঁইয়া।


এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারাতে বদ্ধপরিকর জামাল বলেছেন, ‘মানুষ আমাকে বলছে, ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটা পার্সোনালি নিয়েছি। আমি তো ভারতের সঙ্গে হারতে চাই না, জিততে চাই। ভারতের মাটিতে খেলা। আশা করি আমরা ভালো করব।’


‘ইনশাআল্লাহ আমরা তিন পয়েন্ট নিব। আমি মনে করি, আমাদের যে দল আছে, ভারতের সঙ্গে ফিফটি-ফিফটি লড়াই হবে’-যোগ করেন এই ফুটবলার।


এদিকে হামজার অন্তর্ভুক্তিতে দলের শক্তি-সামর্থ্য অনেকটা বেড়েছে বলে মত জামালের, ‘হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। আপনারাও, আমরাও হামজার জন্য অপেক্ষা করছি। উনি অবশ্য আমাদের সঙ্গে ক্যাম্পে থাকবেন না। অনেক দেরিতে যুক্ত হবেন।’


এদিকে দীর্ঘদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন জামাল। ব্রাদার্স ইউনিয়নে যুক্ত হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার।


শেয়ার করুন