২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৭:২৭ অপরাহ্ন
পাকিস্তানে এবার কনভয়ে হামলা, নিরাপত্তা রক্ষীসহ নিহত ২
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৫
পাকিস্তানে এবার কনভয়ে হামলা, নিরাপত্তা রক্ষীসহ নিহত ২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররামের এবার পণ্য বহনকারী কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিরাপত্তা রক্ষী এবং একজন চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের মধ্যে চারজন চালক এবং একজন পুলিশ আছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। 


পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা বাগান, চারখালি, মান্দরি, দাদ কামার এবং ওচাতে খাদ্য ও সরবরাহের ট্রাকে আকস্মিক হামলা চালায়। এসব ট্রাক পাহারা দিচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা। 


গুল ফারাজ নামে একজন চালক জানান, ট্রাকের পণ্য জব্দ করার ঘোষণার দেওয়ার সঙ্গে সঙ্গেই লোকেরা জড়ো হতে শুরু করে এবং ট্রাকগুলো থেকে লুট শুরু করে। এরপর তারা ট্রাক জ্বালিয়ে দেয়। 


হামলার কারণে ওই এলাকায় ৩৫টি গাড়ি আটকা পড়ে যায়। তবে নয়টি ট্রাক নিরাপদে আলিজায় পৌঁছায় এবং প্রায় ২০টি ট্রাক থালে ফেরত যায়। আকরাম খান নামে আরেক চালক বলেন, স্থানীয় লোকদের মাঝ থেকে কনভয়ে গুলি শুরু হয়। এখনো বেশ কয়েকজন চালক নিখোঁজ। 


জিও নিউজ বলছে, এলাকাগুলোতে অভিযান শুরু করা হয়েছে। এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়নের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এসব হামলা কেমন করে হলো- তানিয়ে প্রশ্ন তুলেছেন তারা। 


শেয়ার করুন