গাজায় চলমান ইসরাইলি হামলা ও মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এটি আয়োজন করে চবি ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন ‘মিনার’।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল আমিন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নান, প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও চবি ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম।
এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে যোগ দেন। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, গাজায় যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে তা শুধু ফিলিস্তিনিদের ওপর নয়, বরং গোটা মানবজাতির বিবেকের ওপর নির্মম আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এ অপরাধকে আরও উৎসাহিত করছে।