২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৯:৫৭:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নারীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৫
রাজশাহীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নারীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে ফেরদৌসী আরা (৪৫) নামের এক নারী মারা গেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) জমিজামার বিবাদে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জন আহত হন।


রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, আহত এক নারীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। 

তিনি আরো জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ও তার ওয়ারিশদের বিরোধ চলছে। এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে ফেরদৌসী মারা যান।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।


শেয়ার করুন