২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০১:৩৬:১২ পূর্বাহ্ন
৯১, ৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চাই: সিইসি
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২৫
৯১, ৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চাই: সিইসি

নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।



তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনে যারা আছেন, তারা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্তও দেবে না।



প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন- এই বিতর্কে নির্বাচন কমিশন যেতে চায় না। আপাতত আমাদের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।



কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।


চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন