বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা সাবেক সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটি বার্তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দলীয় কাউন্সিলের ভোট শুরু করার জন্য তারেক রহমানের কাছে অনুমতি প্রার্থনা করছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। উত্তরে তারেক বলেন, আমি অনুমতি না দিলে কি ভোট হবে না? ভোট (নেতাকর্মীদের) তাদের অধিকার। ভোট হতে হবে।
দেশের শীর্ষ রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা আশাবাদী করে তুলেছে মুশফিকুল ফজল আনসারীকে। ওই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, জবাবটা জব্বর হইছে। এমন দৃষ্টিভঙ্গি আশাবাদী করে তোলে। এখানে দুটি টার্মই ভুল। প্রথমত, কাউন্সিলে ভোটের জন্য অনুমতি প্রার্থনা, যার সমুচিত জবাব অবশ্য মিলেছে। দ্বিতীয়ত, সবাইকে হাততালি দেওয়ার জন্য তাগিদ। নেতাকর্মীরা এমনিতেই তাদের প্রিয় নেতার বক্তব্যে সজোরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। লিখেছেন মুশফিক।
সেই পোস্টের শেষাংশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নেতৃত্বের প্রশংসা এবং আমানউল্লাহ আমানের ভোটের জন্য তথাকথিত প্রার্থনার সমালোচনা করে লিখেছেন স্থাবকতা নির্ভর প্রথাগত রাজনীতির বিপরীতে আমি এক সাবলীল ও পরিশীলিত রাজনীতির আভাস পাচ্ছি।