০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৪:১১:৫০ অপরাহ্ন
মুসিয়ালার ইনজুরির জন্য সমালোচনার মুখে দোনারুম্মা, পাশে দাঁড়ালেন কর্তোয়া
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৫
মুসিয়ালার ইনজুরির জন্য সমালোচনার মুখে দোনারুম্মা, পাশে দাঁড়ালেন কর্তোয়া

জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা গুরুতর ইনজুরিতে পড়েছেন। বাঁ পায়ের ফিবুলা হাড়ে চিড় ধরার পাশাপাশি গোড়ালিও ডিসপ্লেস হয়েছে। ফলে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে এই বায়ার্ন মিউনিখ তারকাকে। অস্ত্রোপচার এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী নভেম্বরে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্লাবের মেডিকেল টিম।


চোট কতটা ভয়াবহ ছিল, তা টের পেয়েছেন পিএসজি ও বায়ার্নের ম্যাচটি যারা সরাসরি দেখেছেন। ম্যাচ চলাকালীন এক মূহূর্তে এমন অবস্থা তৈরি হয়েছিল, যাতে অনেকেই আশঙ্কা করেছিলেন, হয়তো আর কখনোই খেলতে পারবেন না মুসিয়ালা। তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন। পায়ের ভার বহনকারী মূল হাড় টিবিয়া অক্ষত রয়েছে। ফলে সময় লাগলেও মুসিয়ালার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।


তবে নতুন মৌসুমের শুরুতে মুসিয়ালাকে পাওয়া যাবে না তা নিশ্চিত। চার মাসের বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে সিজনের দ্বিতীয়ার্ধেই কেবল তাকে মাঠে দেখা যেতে পারে। এর প্রভাব পড়বে জার্মান জাতীয় দলেও। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে ছাড়া নামতে হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।


এদিকে ইনজুরির ঘটনায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার প্রতি তীব্র সমালোচনা এসেছে বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ারের কাছ থেকে। তিনি স্পষ্টভাবেই দোনারুম্মাকে ‘দায়ী’ করেছেন এমন ঘটনার জন্য। যদিও দুর্ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত’ বলেই দাবি করেছেন অনেক বিশ্লেষক ও খেলোয়াড়।


রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া দোনারুম্মার পাশে দাঁড়িয়ে বলেন, 'ওকে দোষ দেওয়া অনেক বেশি হয়ে যাচ্ছে। গোলরক্ষক যেভাবে ঝাঁপায়, স্ট্রাইকাররাও কিন্তু স্কোর করতে গিয়ে তেমনই এগিয়ে আসে। এটা নিছকই একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত। যখন দোনারুম্মা লাফিয়েছিল, তখনই মুসিয়ালা পা সরাচ্ছিলেন। এটাকে কোনোভাবে ইচ্ছাকৃত বলা যাবে না।'


তিনি আরও বলেন, 'আমি জানি, দোনারুম্মা নিজেও মুষড়ে পড়েছে এই ঘটনার পর। আমরা যারা গোলকিপার, তাদের জায়গা থেকে বিষয়টা বুঝতে পারা উচিত। সতীর্থের চোটে যে কেউ আবেগপ্রবণ হতে পারে, কিন্তু প্রতিক্রিয়ায় ভারসাম্য থাকা জরুরি।'


শুধু কর্তোয়াই নয়, আরও অনেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষকও দোনারুম্মার পক্ষ নিয়েছেন। সামাজিক মাধ্যমে তারা এমন দুঃখজনক ঘটনার জন্য অতিরিক্ত দোষারোপ না করে খেলোয়াড়দের মানসিক চাপ বুঝে সহানুভূতির আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন