জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সভার উদ্বোধনও করেছেন।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’—এমন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় দলীয় ঐক্য এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
বিএনপির নেতারা জানিয়েছেন, সভার প্রধান উদ্দেশ্য হলো চলমান রাজনৈতিক অস্থিরতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের আহ্বান জানানো। দলটি তাদের ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছে।
সভা শুরুর ২০ মিনিট আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীও এ তথ্য নিশ্চিত করেন।
বর্ধিত সভায় জেলা ও থানা পর্যায়ের নেতাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তৃণমূলের নেতাদের মতামত শুনে শেষ বক্তব্য দেবেন তারেক রহমান।
দীর্ঘদিন পর আয়োজিত এই বর্ধিত সভা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচি প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত রয়েছেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বর্ধিত সভা সফলভাবে পরিচালনার জন্য বিএনপি কয়েকটি বিশেষ কমিটি গঠন করেছে।
- বাস্তবায়ন কমিটি: ২৭ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছেন রুহুল কবির রিজভী।
- ব্যবস্থাপনা কমিটি: ১১ সদস্যের এ কমিটির প্রধান শহীদ উদ্দীন চৌধুরী।
- স্বেচ্ছাসেবক কমিটি: ২০০ সদস্যের এ কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দীন।
এ ছাড়া অভ্যর্থনা, আপ্যায়ন ও মিডিয়া কমিটিও গঠন করা হয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, দলীয় ঐক্য, জাতীয় ঐক্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জাতীয় নির্বাচনসহ চলমান নানা বিষয় বর্ধিত সভায় আলোচনা হবে।