২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০৫:১৩:১৬ পূর্বাহ্ন
রাজশাহীতে ব্যাটারি মেনটেইনেন্স ও সার্ভিস প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৫
রাজশাহীতে ব্যাটারি মেনটেইনেন্স ও সার্ভিস প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে ব্যাটারি মেনটেইনেন্স ও সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  বেলা ১১ টায় ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগ এই আয়োজন করা হয়। 


ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক  তাসফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের  অধ্যক্ষ আবু হানিফ। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের  ইলেকট্রো-মেডিকেলের  প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান নুরুল আফসার ভূঁইয়া, ইলেকট্রনিকস প্রধান প্রশিক্ষক উইসুব আজহার, ইলেকট্রিক্যাল প্রশিক্ষক এস.এম. আজম উল্লাহ, প্রশিক্ষক শহিদুল ইসলাম, ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব বিজনেস মুক্তাদির বিল্লাহা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন তৌকির আহমেদ, বিজনেস ডেভেলপমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার শাহনীম সাইফ রুহান, ডিভিশনাল ইনচার্জ মোকারম হোসেন, রাজশাহী অঞ্চলের এক্সিকিউটিভ অফিসার সাইমুন সরকার, জিনাই ব্যাটারীর চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। 



এই সময় প্রধান অতিথি  আবু হানিফ তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।


ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারা জানান, তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করবেন, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


কর্মশালায় ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের  অভিজ্ঞ প্রশিক্ষকরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

এতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন