২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০৫:৩১:০১ পূর্বাহ্ন
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৫
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি‌।


কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বি-ইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।


সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের ও মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।


আবু বাকের মজুমদার বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় কাজ করেছি। এই সংগঠনটি দেশের অন্যান্য ছাত্র সংগঠনের মত রাজনৈতিক লেজুড়বৃত্তি করবে না। এসময় তিনি বুধবারের সৃষ্ট পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করেন।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।


শেয়ার করুন